Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে বৈঠক, অংশ নিল না হামাস


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৭ এএম

গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে বৈঠক, অংশ নিল না হামাস

দোহা, ১৬ অগাস্ট: ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির জন্য কাতারের রাজধানী দোহায় বৈঠকে যোগ দিয়েছে ইসরাইল। তবে এই বৈঠকে অংশ নেয়নি হামাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। ইসরাইল ১০ মাসেরও বেশি সময় ধরে গাজায় অনবরত হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য ইসরাইল এবং হামাসকে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে বৈঠকের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির আলোচনার প্রথম দিন ছিল। তবে আলোচনায় অংশ নেয়নি হামাস। এ অবস্থাতেই আজ শুক্রবার (১৬ আগস্ট) দ্বিতীয় দিনের মতো ওই বৈঠক আবার শুরু হয়েছে। এ প্রসঙ্গে হামাসের একজন সদস্য হোসাম বদরান বলেন, ‘গাজায় যেভাবে হামলা চালানো হচ্ছে তা উপত্যকাটির যুদ্ধবিরতির অগ্রগতির পথে বাধা। এজন্য হামাসের কর্মকর্তারা বৃহস্পতিবারের আলোচনায় যোগ দেননি।’