Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

স্বাধীনতা দিবসে শান্তি ও সম্প্রীতির বার্তা ইমাম ও অন্যান্য ধর্মগুরুদের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১১ এএম

স্বাধীনতা দিবসে শান্তি ও সম্প্রীতির বার্তা ইমাম ও অন্যান্য ধর্মগুরুদের

পুবের কলম প্রতিবেদক, ডোমকল: স্বাধীনতা দিবসের দিনে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন ইমাম ও অন্যান্য ধর্মগুরুরা। দেশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন তারা। বৃহস্পতিবার অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হয় 'শান্তি ও সম্প্রীতি সভা'। এদিন ডোমকলের বিটি হাইস্কুলের কমিউনিটি হলে সম্প্রীতি সভায় উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার রসপ্রীত সিং, আইসি পার্থ সারথী মজুমদার, রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক সুমন ব্যানার্জী, টালিগঞ্জ মূর বৌদ্ধ সমিতির সভাপতি ড: অরুণ জোতি ভিক্ষু, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, জেলার শিখ সম্প্রদায়ের ধরমজিৎ সিং সহ নিজামুদ্দিন বিশ্বাস, মাইনুল ইসলাম, ইনতাজুল ইসলাম, মুফতি এনামুল হক ও বিশিষ্টরা।

এদিন শান্তির বার্তা দিয়ে ইমামরা বলেন, সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার শিক্ষাই ইসলাম দিয়েছে৷ মানুষ তো বটেই একটা জীবকেও কষ্ট দেওয়া অবৈধ বলেছে আল্লাহ৷ সন্ত্রাসের সঙ্গে কোনও আপস নেই৷ এই বার্তা দিতে চাই আমরা৷ নিজামুদ্দিন বিশ্বাসের কথায়, ‘সাম্প্রদায়িক অশান্তি ইসলাম শেখায়নি৷ কোনও ইসলাম ধর্মাবলম্বী মানুষ যদি এটা করে তা হলে সে ইসলামের কলঙ্ক এবং সে ইসলামের শিক্ষা নিজের মধ্যে রাখে না৷ ইসলাম শান্তির ধর্ম৷’ 

ব্যারাকপুর চার্চের প্রধান সঞ্জীব কুমার দাস বক্তব্যে বলেছেন, কোনও ধর্মই হিংসার কথা বলে না। এই দেশ মুসলিম, হিন্দু, শিখ, বৌদ্ধ সকলের৷ একটি মায়ের যেমন একাধিক সন্তান আমরা সকলেও তেমনই৷ সকলকে একসঙ্গে শান্তি ও সম্প্রীতির নিয়ে থাকতে হবে। বর্তমান দেশের পরিস্থিতির কথা তুলে ধরেন অন্যান্য ধর্মগুরুরা। তাদের বক্তব্য, সামাজিক অশান্তি রুখতে প্রত্যেককে সজাগ থাকতে হবে। গুজবের পিছনে ছুটে যাতে শান্তি বিঘ্নিত না হয় সেদিনকে নজর রাখার আবেদন জানিয়েছেন তারা।