Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রাহুলের 'নাগরিকত্ব' বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা সুব্রহ্মণ্যম স্বামীর


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৪ এএম

রাহুলের 'নাগরিকত্ব' বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা সুব্রহ্মণ্যম স্বামীর

নয়াদিল্লি, ১৬ অগাস্ট: কংগ্রেস নেতা রাহুল গান্ধির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। রাহুলকে ‘ব্রিটেনের নাগরিক’ দাবি করে তাঁর সাংসদ পদ ও ভারতীয় নাগরিকত্ব বাতিল করার আবেদন জানিয়ে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। আইনি পদক্ষেপ নিতে আদালতকে আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি আদালতের কাছে আর্জি জানিয়ে বিজেপি নেতা বলেছেন, রাহুলের বিরুদ্ধে তাঁর দীর্ঘদিনের অভিযোগের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক আদালত।

২০১৯ সালের অগাস্ট মাসে কেন্দ্রকে একটি চিঠি লিখে ব্রিটিশ সরকারের কাছে জমা দেওয়া নথিতে নিজেকে ব্রিটিশ নাগরিক ঘোষণা করেন রাহুল এমনই অভিযোগ তোলেন সুব্রহ্মণ্যম স্বামী। লোকসভা বিরোধী দলনেতার বিরুদ্ধে সাংবিধানিক বিধান লঙ্ঘনের অভিযোগ করেছিলেন প্রবীণ বিজেপি নেতা। স্বামীর দাবি, ভারতীয় নাগরিক রাহুল গান্ধি ভারতীয় সংবিধানের ৯ নং অনুচ্ছেদ এবং ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন লঙ্ঘন করেছেন। যা ভারতীয় নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব রাখা থেকে কঠোরভাবে নিষিদ্ধ করে।

বিজেপি নেতার মতে, ২০০৩ সালে নথিভুক্ত ব্রিটেন-ভিত্তিক সংস্থা ব্যাকপস লিমিটেডের সঙ্গে রাহুলের যুক্ত থাকার বিষয়ে নতুন করে বির্তকের জন্ম দেয়। বিজেপি নেতা অভিযোগ করেছিলেন ২০০৫ এবং ২০০৬ সালের কোম্পানির বার্ষিক রিটার্নে রাহুলের জাতীয়তা ব্রিটিশ হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল। যা তাঁর ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলেছে। সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, "তিনি (রাহুল গান্ধি) যদি নিজেকে ব্রিটিশ নাগরিক বলে ঘোষণা করেন, তাহলে তাঁর ভারতীয় নাগরিকত্ব বাজেয়াপ্ত হতে করা উচিত।"

উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে কেন্দ্রীয় সরকার কংগ্রেস নেতাকে 'নাগরিকত্ব সংক্রান্ত' বিষয়ে একটি নোটিশ পাঠায়। সুব্রহ্মণ্যমের দাবি, তাঁর অভিযোগের কোনও উল্লেখযোগ্য অগ্রগতি বা সমাধান হয়নি। তিনি বারবার সরকারের কাছে তদন্ত দাবি জানালেও তা গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা।

এদিকে শুক্রবার আইনজীবী সত্য সাভারওয়ালের মাধ্যমে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা। সেই মামলায় অনুরোধ করা হয়েছে যে কেন্দ্রকে আর দেরি না করে তাঁর অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নিতে। এই বিষয়ে চূড়ান্ত আদেশ জারি করার নির্দেশ দেওয়া হোক বলেও আর্জি জানিয়েছেন সুব্রহ্মণ্যম স্বামী। আগামী সপ্তাহে আদালতে এই মামলার শুনানি হবে বলে খবর।