Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নবীর আদর্শ মানি: হিমন্ত


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩০ এএম

নবীর আদর্শ মানি: হিমন্ত


দিসপুর, ১৬ আগস্ট: সাম্প্রতিককালে হিন্দুত্বের ফায়ার বয় হিসাবে তাঁর পরিচয়। মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন কোনও রাখঢাক না রেখেই। অথচ সেই তিনিই কি না নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী আওড়ে আক্রমণ শানালেন বিরোধীদের বিরুদ্ধে। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বুধবার রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ ব্যাপারে বেশকিছু মতামত তুলে ধরেন। হিমন্ত বলেন, হযরত মুহাম্মদের একটি বাণী তাঁর জীবনকে বহুলাংশে প্রভাবিত করেছে। তিনি বলেন, হযরত মুহাম্মদ বলেছেন, কাউকে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দেওয়ার আগে উপদেশকারীকে বুঝতে হবে তিনি নিজে মিষ্টি খাওয়া ছেড়েছেন কি না। উত্তর যদি হ্যাঁ হয়, তবেই উপদেশ দেওয়া উচিত, নচেৎ নয়।

সম্প্রতি হিমন্তর স্ত্রী রিনিকি ভুঁইয়া সম্পত্তি প্রসঙ্গে বিরোধীরা মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছেন। সেই প্রসঙ্গ টেনে হিমন্ত বলেন, আমি মহান নবী থেকে শুরু করে বিভিন্ন মহাপুরুষের আদর্শ নিজের জীবনে নিয়ে চলার চেষ্টা করি।