Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ‘ধরনা মঞ্চ’, পথ অবরোধ বিজেপির


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৩ এএম

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ‘ধরনা মঞ্চ’, পথ অবরোধ বিজেপির

পুবের কলম প্রতিবেদক: শুরুর আগেই উধাও ধরনা মঞ্চ। আর জি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপির পক্ষ থেকে অবরোধ আন্দোলনের ডাক দেওয়া হয়। আর জি করের সামনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ধরনায় বসার কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অনান্য রাজ্য বিজেপি নেতাদের।

কর্মসূচি শুরুর আগে এ দিন হাসপাতালের সামনে বিজেপির পক্ষ থেকে ধরনা মঞ্চ বাধা হয়। অভিযোগ, আজ সকালেই সেই মঞ্চ খুলে দেয় পুলিশ। সকালে বিজেপি কর্মী সমর্থকরা আর জি কর হাসপাতালের সামনে পৌঁছলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। মঞ্চ খুলে ফেলা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। নতুন করে মঞ্চ বাধতে গেলে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ।

উপর্যুপরি উত্তপ্ত বাক্য বিনিময় ও ধস্তাধস্তির পর বিজেপি নেতা-কর্মীদের টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্যামবাজারে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল রীতিমতো তর্কাতর্কি শুরু করে দেন পুলিশের সঙ্গে। ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন শমীক ভট্টাচার্য, রুoনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রা। 

পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিজেপি নেতৃত্বের। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন বিজেপির বেশ কয়েকজন মহিলা কর্মী। তাঁদের টেনে-হিঁচড়ে সরিয়ে দেন পুলিশকর্মীরা। পুলিশকে ঘিরে তুমুল স্লোগান শুরু করে দেন বিজেপি কর্মী-সমর্থকরা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আদালতে যাচ্ছি।’