Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আগামীকাল গোটা দেশে বন্ধ থাকবে চিকিৎসা পরিষেবা, ধর্মঘটের ডাক আইএমএ-র


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৬ এএম

আগামীকাল  গোটা দেশে বন্ধ থাকবে চিকিৎসা পরিষেবা, ধর্মঘটের ডাক আইএমএ-র

পুবের কলম প্রতিবেদক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তরুণী চিকিৎসকের উপর নির্যাতন নিয়ে উত্তাল গোটা দেশ। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্দোলন চালাচ্ছে। ১৪ তারিখ মধ্যরাতে রাস্তায় নামেন মহিলারা। সেইদিনই আর জি কর হাসপাতালে হামলা চলে। ভাঙচুর চালানো হয়। এইসব ঘটনাকে সামনে রেখে ফের বড় আন্দোলনে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ। সংগঠনের তরফে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এ নিয়ে আইএমএ জানিয়েছে, শনিবার (১৭ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু করে দেশজুড়ে ধর্মঘট হবে। আগামীকাল রবিবার সকাল ৬টা পর্যন্ত গোটা দেশের চিকিৎসকরা, শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা দেবেন না। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যা অভিযোগের প্রতিবাদে এই ধর্মঘট বলে জানিয়েছে আইএমএ।

এক লিখিত বিবৃতিতে আইএমএ বলেছে, জরুরি প্রয়োজনীয় পরিষেবা চালু থাকবে। হতাহতের চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু ওপিডি-র নিয়মিত কাজকর্ম হবে না এবং ইলেকটিভ সার্জারি (ঐচ্ছিক অস্ত্রোপচার, অর্থাৎ যেগুলি পরে করলেও অসুবিধা নেই) করা হবে না। যেখানে যেখানে আধুনিক মেডিসিনের ডাক্তাররা পরিষেবা দেন, সেই সকল সেক্টরে পরিষেবা প্রত্যাহার করা হবে। ডাক্তারদের ন্যায়সংগত কারণের সঙ্গে গোটা দেশের সহানুভূতি চাইছে আইএমএ।’ অন্যদিকে, রাজ্যের চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস-এর তরফে বিবৃতি দিয়ে হাসপাতালে হামলার নিন্দা করা হয়। সঠিক তদন্ত দাবি করে নির্যাতিতার খুনের ন্যায় দাবি করেছেন সংগঠনের জয়েন্ট কনভেনর ডা. পুণ্যব্রত গুণ ও ডা. হীরালাল কোঙার। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আর্জিও জানানো হয়।