Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মোদি-ইউনূস ফোনালাপ, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস প্রধান উপদেষ্টার


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১৮ পিএম

মোদি-ইউনূস ফোনালাপ, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস প্রধান উপদেষ্টার

নয়াদিল্লি, ১৬ অগাস্ট: কদিন আগেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। সেই ঘটনার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বললেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন ইউনূস। এদিন এক্স হ্যান্ডেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, "বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের কাছ থেকে ফোন পেয়েছি। বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।"

মোদি বলেছেন, "একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছি। তিনি আমাকে বাংলাদেশে হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির রেড ফোর্টে বক্তব্যে দিতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ তোলেন মোদি। তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়।