Tue, October 1, 2024

ই-পেপার দেখুন
logo

থানায় ঢুকে স্টেশন ইনচার্জের সিটে বাঁদর, স্যালুট আধিকারিকের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ পিএম

থানায় ঢুকে স্টেশন ইনচার্জের সিটে বাঁদর, স্যালুট আধিকারিকের


লখনউ, ১৬ আগস্ট: ১৫ ই আগস্টের দিন অবাক কাণ্ড ঘটে গেল উত্তরপ্রদেশে। থানায় সটান ঢুকে এল একটি বাঁদর। তার বাঁদরামিতে রীতিমতো নাস্তানাবুদ হতে হল পুলিশকর্মীদের। এমনকি বাঁদরটি তার কাণ্ডকারখানা  এখানেই থামিয়ে রাখল না, গিয়ে বসে পড়ল স্টেশন ইনচার্জের সিটেই। থানার এসএইচও স্যালুটও করলেন। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। নেটিজেনরা যা খুশি বলুক না কেনো, স্টেশন ইনচার্জ কিন্তু বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন। বাঁদরের পাশে দাঁড়িয়ে স্যালুট করেন, ছবি তোলেন তিনি। জানা গেছে, থানায় ১৫ ই আগস্ট ঘটনাটি ঘটে। 

থানার বাইরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। সেই ফাঁকেই হঠাৎ করে থানায় ঢুকে পড়ে বাঁদরটি। স্টেশন হাউস ইনচার্জ ও অন্যান্য পুলিশকর্মীরা থানায় ফিরে এসে দেখেন এসএইচও-র সিটে বসে রয়েছে বাঁদর।

এসএইচও দেবেন্দ্র পাণ্ডে বলেন, আজ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে থানায় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল। অনুষ্ঠান শেষে দেখি, একটি বাঁদর আমার সিটে বসে আছে। আমরা বিশ্বাস করি, বাঁদর পবনপুত্রেরই রূপ। তাই আমি স্যালুট করি। স্বাধীনতা দিবসে আমি পবনপুত্রের আশীর্বাদ পেয়েছি বলেই মনে করছি।”

সমাজ মাধ্যমে এই ছবি ভাইরাল হয়েছে। থানায় ঢুকে বাঁদরের কীর্তিতে কটাক্ষ করেছেন নেটিজেনরা। বাঁদরও কি স্যালুট পাওয়ার যোগ্য? প্রশ্ন তুলেছেন তারা। কিভাবে কেউ অফিসারের সিটে বসতে পারে, আর কিভাবে থানা এই ঘটনাটিকে আরও উৎসাহ দিতে পারেন তা নিয়েও সমাজ মাধ্যমে কটাক্ষ করা হয়েছে।