Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

স্বাধীনতার ‘লাড্ডু’ না পেয়ে শিক্ষককে মারধর


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৪ পিএম

স্বাধীনতার ‘লাড্ডু’ না পেয়ে শিক্ষককে মারধর

পুবের কলম,ওয়েবডেস্ক:  স্বাধীনতার ‘লাড্ডু’ না পেয়ে স্কুলে শিক্ষককেই পেটালো ছাত্র! ১৫ আগস্ট স্বাধীনতা দিবস।  স্কুল-কলেজে, পাড়ায় পাড়ায় সর্বত্রই ছিল আন¨-উচ্ছ্বাসের আবহ। ক্ষুদে পড়ুয়ারা রঙিন সাজে স্কুল চত্বরে জড়ো হয়। বিহারের বক্সাব জেলার এক স্কুলে স্বাধীনতা দিবস উদযাপনের পর মিষ্টি না পেয়ে এক ছাত্র শিক্ষকের সঙ্গে তর্ক জুড়ে  দেয়। তর্ক-বিতর্কেই এখানেই থামেনি। কেন তাকে মিষ্টি দেওয়া হচ্ছে না, সেই রাগেই পরে ওই ছাত্র শিক্ষককে মারধর করে বলে অভিযোগ।  


আসলে, বক্সার জেলার চৌগাইয়ের মুরার থানা এলাকার একটি স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলনের পর সমস্ত ছাত্রদের লাড্ডু দেওয়া হচ্ছিল। এসময় হঠাৎ একটি ছেলে শিক্ষকদের সঙ্গে হাতাহাতি শুরু করে। তার  অভিযোগ, তাকে লাড্ডু দেওয়া হয়নি। শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটির পর অভিযুক্ত ছেলেটি সেখান থেকে চলে যায়। কিন্তু পরে ওই স্কুলের দুই শিক্ষক পঙ্কজ কুমার ও হানন কুমার যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁদের মারধর করে। অভিযুক্ত ছেলেটি বানজারিয়া গ্রামের বাসিন্দা। চৌগাইয়ের স্কুলশিক্ষকদের অভিযোগ, ওই ছেলেটি আমাদের স্কুলের ছাত্র নয়। ছেলেটি স্কুলে বিশৃঙ্খলা তৈরি করতে চেয়েছিল।  


স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিক্ষকদের মারধরের বিষয়টি সম্পর্কে আমাদের কাছে খবর এসেছে। শিক্ষকরা এখন কোনও অভিযোগ জানাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা নিয়ে গোটা গ্রাম ও আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাধীনতা দিবস উদযাপনে সব স্কুলে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।