Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

খড়্গপুর আইআইটি ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২২ এএম

খড়্গপুর আইআইটি ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

 


পুবের কলম, ওয়েবডেস্ক: খড়্গপুর আইআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে হস্টেল থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। মৃত তৃতীয় বর্ষের ছা্ত্রী ছিলেন। দেহ উদ্ধার করে খড়্গপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম দেবিকা পিল্লাই (২১)। হস্টেলের সিলিং থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারণে এই মৃত্যু জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে অনেককিছুই পরিষ্কার হবে। 
আইআইটি খড়্গপুর সূত্রে জানানো হয়েছে দেবিকা পিল্লাই বায়োটেকনোলজির তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। সরোজিনি নাইডু/ইন্দিরা গান্দির হস্টেলের হলের ছাদের সিলিং থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সোমবার  সকালে। ছাত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ কর্তৃপক্ষ।  
ইনস্টিটিউটের মুখপাত্র জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত করছে, এর বেশি আমরা কিছু বলতে পারব না। দেবিকা একজন ভালো, মেধাবী ছাত্রী ছিল। সরোজিনি নাইডু/ ইন্দিরা গান্ধি প্রেক্ষাগৃহের সংস্কৃতি জগতে একজন জেনারেল সেক্রেটারি ছিলেন। তিনি বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধীনে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করছিলেন। মুখপাত্র জানিয়েছেন, আইআইটি খড়গপুর তার ছাত্রদের সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কোনও সমস্যায় পড়লেই আমরা তাদের যথাসাধ্য সাহায্য করে থাকি’।