Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আর-জি-কর কাণ্ডের রেশ এবার বাংলাদেশে, আজ মহিলাদের রাত দখলের কর্মসূচি


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৬ এএম

আর-জি-কর কাণ্ডের রেশ এবার বাংলাদেশে,  আজ মহিলাদের রাত দখলের কর্মসূচি

পুবের কলম,ওয়েবডেস্ক: আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের রেশ এবার ওপার বাংলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল রাত দখলের কর্মসূচির ডাক। সাধারণত  বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ডাক দিল রাত দখল করো কর্মসূচির। আজ ১৬ অগস্ট শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

 

 উল্লেখ্য, আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। আজ তদন্তকারি একটি দল নির্যাতিতার সোদপুরের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন। 


৮ আগস্ট রাতের ওই ঘটনার তদন্তে আরও ৩ জনকে তলব করেছে সিবিআই। নির্যাতিতার সঙ্গে সেই রাতে ডিউটিতে থাকা চিকিৎসকদের সঙ্গেও ইতিমধ্যেই কথা হয়েছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেয়। বুধবার সিবিআই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে হেফাজতে নেয় এবং বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালে তার স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করে। আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআই তদন্ত দ্রুত অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে সিবিআই। তবে রাজ্য ছাপিয়ে সোহিনী (নাম পরিবর্তিত) কাণ্ডের রেশ দেশ, বিদেশে'ও ছড়িয়েছে। চারিদিক থেকে ভেসে আসছে প্রতিবাদের সুর। এই আবহে এবার রাত দখলের কর্মসূচির ডাক দিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়।