Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বিজেপি ধর্মনিরপেক্ষ নয়, নাগরিকও নয়: মোদির ইউসিসি মন্তব্যকে তোপ কপিল সিব্বলের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৪ এএম

বিজেপি ধর্মনিরপেক্ষ নয়, নাগরিকও নয়: মোদির ইউসিসি মন্তব্যকে তোপ কপিল সিব্বলের

নয়াদিল্লি, ১৬ অগাস্ট: অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে মোদি সরকারকে বিঁধলেন রাজ্যসভার সাংসদ ও কংগ্রেস নেতা কপিল সিব্বল। 'ধর্মনিরপেক্ষ ও সভ্য দেশ এখন শুধু সময়ের দাবি' বলে মন্তব্য করলেন তিনি।

গতকাল স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লার রেডফোর্ট থেকে মোদি বলেন, দেশে ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি এখন সময়ের দাবি। একইসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিদ্যমান আইনগুলিকে "সাম্প্রদায়িক দেওয়ানি বিধি" ও বৈষম্যমূলক হিসাবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী 'ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি'র পক্ষে জোরালো সওয়ালের একদিন পরই নরেন্দ্র মোদিকে পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। বিজেপি গত ১০ বছরে ধর্মনিরপেক্ষ ছিল না বলে কটাক্ষ করেছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে রাজ্যসভার সাংসদ বলেছেন, 'এ দেশে ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির জন্য প্রধানমন্ত্রীর আরও সময়ের প্রয়োজন। সাম্প্রদায়িক দেওয়ানি বিধির অধীনে ৭৫ বছর কাটিয়েছেন। আমার মতামত: একটি ধর্মনিরপেক্ষ ও সুশীল দেশ গড়তে আরও সময়ের প্রয়োজন। গত ১০ বছরে বিজেপি 'ধর্মনিরপেক্ষ' বা 'নাগরিক' কোনওটাই ছিল না।'

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "দেশের একটা বড় অংশ বিশ্বাস করে, যা সত্যিও, দেওয়ানি বিধি আসলে এক অর্থে একটি সাম্প্রদায়িক দেওয়ানি বিধি। এটি মানুষের মধ্যে বৈষম্য করে।" মোদির কথায়, যেসব আইন সাম্প্রদায়িকতার ভিত্তিতে দেশকে বিভক্ত করে এবং বৈষম্যের কারণ হয়ে ওঠে, আধুনিক সমাজে সেগুলোর কোনো স্থান নেই। মোদির বক্তব্যের প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা বলেছেন, "আমি বলব, ভারতের ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধি থাকা এখন সময়ের দাবি। আমরা ৭৫ বছর ধরে সাম্প্রদায়িক দেওয়ানি বিধি মেনে চলেছি। এখন আমাদের ধর্মনিরপেক্ষ দেওয়ানি বিধির দিকে এগোতে হবে। তবেই ধর্মভিত্তিক বৈষম্যের অবসান ঘটবে।"