Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

সাত হাজার মানুষের জমায়েতের কথা জানতে পারলো না'? আরজি করে হামলায় পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫২ পিএম

সাত হাজার মানুষের জমায়েতের কথা জানতে পারলো না'? আরজি করে হামলায় পুলিশের ভূমিকায় বিরক্ত হাইকোর্ট

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ১৪ আগস্ট আরজি কর কাণ্ডে হামলার ঘটনায় পুলিশের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রধান বিচারপতি  টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, পুলিশের ইনটেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ। নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি, কীভাবে চিকিৎসকরা কাজ করতে পারবেন বলে আশা করা যায় সেখানে? যেখানে পুলিশ মার খাবে কেনো? তাহলের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যাদের নিরাপত্তা সুনিশ্চিত করা দায়িত্ব তাহলে তাঁরা নিরাপত্তা সুরক্ষিত করতে না পারলে কি করে হবে?

আরজি করের হামলা নিয়ে একাধিক পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে। তাই আলাদা করে অতিরিক্ত লিস্ট দেওয়া হয়েছে এই মামলার জন্য।বুধবার রাতের ঘটনায় রাজ্য তথা পুলিশের ভূমিকা নিয়ে কার্যত বিরক্ত আদালত। শুনানির সময় প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, আন্দোলনকারীদের নিরাপত্তা কোথায়? এইভাবে কি হাসপাতাল চালানো সম্ভব? এবার কি হাসপাতাল বন্ধ করে দিতে হবে? হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিন্দনীয়।

আদালত প্রশ্ন তুলেছে ১০০ জন জমায়েত হলেও পুলিশের কাছে খবর থাকা জরুরি, তাহলে কেনো সাত হাজার লোকের লোকের উপস্থিতির খবর থাকল না? পুলিশ যদি মার খায়, আইন শৃঙ্খলা রক্ষা না পারে তাহলে কি হবে? 

প্রধান বিচারপতি আরও বলেন, ১৪ আগস্ট ঘটনা যদি অন্য কোথাও হত তাহলে কি হত?

তীব্র তিরস্কার করে রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, আপনি এখানে জন্মেছেন, বড় হয়েছেন আপনারাও যন্ত্রণা থাকা উচিত'। 

পুলিশকে বর্তমান পরিস্থিতি নিয়ে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে। পাশাপাশি সিবিআইকেও তদন্তের অগ্রগতির গতিপ্রকৃতি নিয়ে হলফনামা জমা দিতে হবে। 

বুধবার এই মামলার পরবর্তী শুনানি।