Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রতিশোধ নেওয়া হবেই, পিছপা হবে না ইরান: হুঁশিয়ারি দিলেন ইরানে সর্বোচ্চ নেতা খামেনি


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৯ এএম

প্রতিশোধ নেওয়া হবেই, পিছপা হবে না ইরান: হুঁশিয়ারি দিলেন ইরানে সর্বোচ্চ নেতা খামেনি

তেহরান, ১৫ অগাস্ট: ইসরাইলের ওপর প্রতিশোধ নেওয়া থেকে পিছপা হবে না ইরান। কোনো সমঝোতাতেও যাবে না বলে সাফ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত মাসে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হামলায় নিহত হন। এই হত্যার দায় কেউ স্বীকার না করলেও, ইরান সরাসরি ইসরাইলকে দায়ী করেছে।

বুধবার (১৪ আগস্ট) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'ইরানকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই হবে।' হানিয়া হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের শত্রু ইসরাইল তেহরানের সঙ্গে মনস্তাত্ত্বিক যুদ্ধে নেমেছে। হানিয়া হত্যার বিরুদ্ধে প্রতিশোধের জন্য ইসরাইলের সঙ্গে কোনো সমঝোতায় বসবে না ইরান। যদি ইসরাইলের বিরুদ্ধে সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক প্রতিশোধ নেওয়া থেকে ইরান পিছিয়ে যায়, তাহলে আল্লাহর ক্রোধের মুখে পড়বে তেহরান।’ হানিয়া হত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময়ও নির্ধারণ করেছে ইরান বলে জানিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি।