Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

স্বাধীনতা দিবসে কচিকাঁচাদের গাছের চারা বিতরণ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৪২ এএম

স্বাধীনতা দিবসে কচিকাঁচাদের গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর পরিবেশ রক্ষায় স্কুলের কচিকাঁচাদের বিভিন্ন গাছের চারা বিতরণ করা হল। বৃহস্পতিবার শাসনের পাকদহ বালিপুর এফপি স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিএলসি কমিটির সভাপতি তথা দাদপুর গ্রাম পঞ্চায়েত এর উপপ্রধান আব্দুল হাই। সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা।

এদিন বিভিন্ন ফলের গাছের চারা ব্যক্তিগত উদ্যোগে স্কুলের কচিকাঁচাদের হাতে তুলে দেন আব্দুল হাই। পাশাপাশি এদিন তিনি পাকদহ বিদ্রোহী সংঘ, পাকদহ নজরুল সংঘ, চক আমিনপুর নব উদয় সংঘ ও পাকদহ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। 

এদিন আব্দুল হাই বলেন, যেভাবে বিশ্বউষ্ণায়নের প্রভাব আমরা লক্ষ্য করছি তাতে করে নতুন প্রজন্মকে পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে স্বাধীনতা দিবসের মতো মহান দিন কিছু ফলের গাছের চারা তুলে দিয়েছি। গাছের পরিচর্যা করে গাছ গুলো বড় করে তোলার বার্তাও দেন তিনি।