Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তিতে একসঙ্গে কাজ করতে চাই: ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩২ পিএম

বাংলাদেশের সমৃদ্ধি ও শান্তিতে একসঙ্গে কাজ করতে চাই: ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তাঁর শপথ নেওয়ার পর মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। এবার তাকে অভিনন্দন জানিয়ে চিঠি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৪ আগস্ট) ব্রিটিশ প্রধানমন্ত্রীর লেখা চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার (ড. মুহাম্মদ ইউনূস) নিয়োগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। বাংলাদেশের ইতিহাসের এমন একটি মুহূর্তে আপনার নেতৃত্ব হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 
চিঠিতে ড. ইউনূসের উদ্দেশে কিয়ার স্টারমার লিখেছেন, ব্রিটিশ সরকার আপনাকে সমর্থন করতে আগ্রহী, যেহেতু আপনি বাংলাদেশের সমৃদ্ধি, শান্তি, আইনশৃঙ্খলা পুনঃস্থাপনের জন্য কাজ করছেন। অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ শুরু করায়, ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধন এবং মূল্যবোধের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে তার দৃঢ় ও স্থায়ী সম্পর্ককে মূল্যায়ন করে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে স্টারমার বলেন, আমরা শিক্ষার্থীদের এবং আরও অনেকের সাহসিকতার প্রতি সম্মান জানাই, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছিল।