Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশের অগ্রগতি জন্য পাশে আছে ভারত: নরেন্দ্র মোদি


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৮ পিএম

বাংলাদেশের অগ্রগতি জন্য পাশে আছে ভারত: নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, ১৫ অগাস্ট: বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে বক্তব্য দিতে গিয়ে মোদি বলেন, "ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়।"

উল্লেখ্য, গত ৫ অগাস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছে ভারত। গত সোমবারও (১২ আগস্ট) বাংলাদেশের চলমান পরিস্থিতি ও উত্তর পূর্ব ভারতের ওপর এর প্রভাব নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কানরাডের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাকে অভিনন্দন জানান।