Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মিডিয়ার বিদ্বেষপূর্ণ প্রচারের ফল অশান্তি: আরজিকর হামলায় সংবাদমাধ্যমকে নিশানা বিনীত গোয়েলের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০৮ এএম

মিডিয়ার বিদ্বেষপূর্ণ প্রচারের ফল অশান্তি: আরজিকর হামলায় সংবাদমাধ্যমকে নিশানা বিনীত গোয়েলের
পুবের কলম প্রতিবেদক: গতকাল মধ্যরাতে আরজি কর হাসপাতালে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ঘটনার দিনই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তারপরই সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি। পুলিশ কমিশনার বলেন, "আমার ডিসিপি ছেলেদের রক্ষা করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। এখানে যা ঘটেছে তা ভুল ও বিদ্বেষপূর্ণ মিডিয়া প্রচারের কারণে।" এদিন মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। জনতার বিক্ষোভ সামাল দিতে টিয়ারগ্যাসের ফাটাই পুলিশ। বিনীত গোয়েল বলেন, আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ সবকিছু করেছে। ঘটনায় মূল অভিযুক্তকেও গ্রেফতার করেছে। আমার অফিসাররা রাতদিন এক করে প্রমাণ সংগ্রহের কাজ করেছে। তারা গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে। কি করেনি কলকাতা পুলিশ? প্রশ্ন তোলেন পুলিশ কমিশনার। সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তোলেন কলকাতার পুলিশ কমিশনার। গোয়েল জানান, মিডিয়ার বিদ্বেষপূর্ণ প্রচারের কারণে মানুষ কলকাতা পুলিশের উপর আস্থা হারিয়েছেন। তাঁর কথায়, "আমরা পরিবারকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি। কিন্তু গুজব ছড়ানো কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে। কোনও এক মহাপাত্রকে রাজনৈতিক নেতার পুত্র মহাপাত্রের সাথে যুক্ত করা হচ্ছে। এবিষয়ে আমরা সমস্ত খোঁজ নিয়েছি, মহাপাত্র নামের যুবক একজন চিকিৎসক ইন্টার্ন। তিনি একটি ছোট জায়গা থেকে এসেছেন। তার বাবা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার কোনো ধরনের অপরাধের ব্যাকগ্রাউন্ড নেই।" গুজবের ভিত্তিতে কাউকে গ্রেফতার করতে পারেন না। তিনি বলেছিলেন যে তারা এই বিষয়টির সাথে সম্পর্কিত কাউকে বাঁচানোর চেষ্টা করেনি বলেও সাফ জানিয়েছেন বিনীত গোয়েল। তিনি বলেছেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, মিডিয়ায় যে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছিল, তাতে কলকাতা পুলিশকে খুব খারাপ চোখে দেখানো হয়েছে। আমরা সবসময় কলকাতার মানুষের পাশে আছি, কিন্তু দুর্ভাগ্যবশত, এই ধরনের বিদ্বেষপূর্ণ প্রচার মিডিয়া না চালালে এই ধরনের ঘটনা ঘটত না।