Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

উৎখাতের ষড়যন্ত্র, বাংলাদেশের মতো ক্ষমতা দখলের চেষ্টা চলছে: আরজি কর নিয়ে অভিযোগ মমতার


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২২ পিএম

উৎখাতের ষড়যন্ত্র, বাংলাদেশের মতো ক্ষমতা দখলের চেষ্টা চলছে: আরজি কর নিয়ে অভিযোগ মমতার

পুবের কলম, ওয়েবডেস্ক: কিছু রাজনৈতিক দল আমাকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে। অনেকে ভেবেছেন, সেই ঘটনা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারেন। শুনে রাখুন, আমার ক্ষমতার মায়া নেই। আমি মানুষের জন্য কাজ করতে চাই।" কিছুদিন যাক বুঝতে পারবেন, আসল রহস্য কী ছিল বলেও সাফ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

বুধবার বেহালায় প্রাক-স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বলুন, কোন অ্যাকশনটা আমরা নিইনি? ১২ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ ১৬৪ জনকে কাজে লাগিয়েছিল। একমাসের সিসি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। তার আগেই সিবিআইয়ের হাতে মামলা তুলে দেওয়া হল। রবিবারের মধ্যে মামলার কিনারা হোক। আমরা ফাঁসি চাই।” বিরোধীদের তীর দেগে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। এমন একটা ঘটনায় মৃতার আত্মার শান্তি কামনা করুন। পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজনীতি করবেন না।"