Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর হাসপাতালে হামলায় দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি, জানালো কলকাতা পুলিশ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৭ এএম

আরজি কর হাসপাতালে হামলায় দ্রুত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি, জানালো কলকাতা পুলিশ

পুবের কলম, ওয়েবডেস্ক:আরজি কর চত্বরে দুষ্কৃতী হামলার ঘটনায় অপরাধীদের দ্রুতি চিহ্নিত করে শাস্তির বার্তা দিল কলকাতা পুলিশ। গতকাল মহিলাদের রাত দখলের লড়াই এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে হঠাৎ তাণ্ডব শুরু হয় হাসপাতাল চত্বরে। ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল লোক। তারপর চলে অবাধে ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে এগিয়ে গেল চলে ইটবৃষ্টি। হামলার মুখে অসহায় হয়ে পড়ে পুলিশ। আহত হন একাধিক পুলিশ কর্মী।  এই দুষ্কৃতীরা কারা, কি তাদের পরিচয়? এই সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। পাল্টা পুলিশি নিষ্কৃয়তার অভিযোগ তোলে বিরোধীরা। এরপর বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের চিহ্নিত করেছে তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিন পুলিশের তরফে লেখা হয়, “গত রাতে আরজি কর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত ডাক্তার ডাক্তারি ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। আমরা গর্বিত ডিসি (নর্থ) সহ ঘটনাস্থলে কর্তব্যরত আমাদের সহকর্মীদের জন্য, যাঁরা সংখ্যায় তুলনামূলক ভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান। যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয়েছেন আমাদের বহু সহকর্মী, এঁদের মধ্যে কারোও কারোও আঘাত গুরুতর।