Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

এ এক স্বাধীনতার লড়াই, কলকাতা সহ গোটা দেশে আজ এক  প্রতিবাদের সুর...... 'শাস্তি চাই'


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৫৪ এএম

এ এক স্বাধীনতার লড়াই, কলকাতা সহ গোটা দেশে আজ এক  প্রতিবাদের সুর......    'শাস্তি চাই'

পুবের কলম, ওয়েবডেস্ক: আজ এক অন্য স্বাধীনতা দিবস পালন করছে গোটা দেশ। একদিন এই ভারত মাকে টুকরো টুকরো করতে চেয়েছিল ব্রিটিশ। সেই সাদা চামড়াকে পরাজিত করে দেশ তার স্বাধীনতা স্বাদ নিয়েছিল অনেক রক্তক্ষয়ী মৃত্যুর মধ্য দিয়ে। আজ আর ফের সেই স্বাধীনতা প্রশ্নের মুখে? সত্যি কটা স্বাধীন হতে পেরেছি আমরা? আজও প্রতি পদে পদে একজন মহিলাকে যৌন হেনস্থা শিকার হতে হচ্ছে। আজ আরজিকর কাণ্ডে কলকাতার সঙ্গে গোটা দেশ প্রতিবাদে মুখর। ধর্ষক খুনির বিচার চাই। We Want Justice’. গোটা কলকাতাই আজ রাস্তায় নেমে এসেছে। মহিলাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আছেন পুরুষ। অসুস্থ বৃদ্ধা থেকে শুরু করে বিশেষ ভাবে সক্ষম মানুষরাও আজ পথে নেমেছে।

দুচোখে স্বপ্ন নিয়ে নির্যাতিতা বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন তার সফল হতে দিল না নারীলোলুপ দৃষ্টি। তারা তার শরীর ছিন্ন বিচ্ছিন করে এক পৈশাচিক খেলায় মেতে উঠল। যে অন্যায়ের ক্ষমা হয় না। এখনও পর্যন্ত ধর্ষণ খুন কাণ্ডে একজন গ্রেফতার হলেও গোটা রাজ্য চায় দোষীর কঠোর থেকে কঠোর সাজা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ও দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশে পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে হাইকোর্টের নির্দেশে।