Thu, September 19, 2024

ই-পেপার দেখুন
logo

তেরঙ্গা উত্তোলন প্রত্যক্ষ করা আনন্দের, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশেবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৬ পিএম

তেরঙ্গা উত্তোলন প্রত্যক্ষ করা আনন্দের, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশেবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১৪ অগাস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশেবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশবাসীর উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, "আমি আপনাদের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জাতি ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেখে আমি আনন্দিত। লালকেল্লা হোক, রাজধানী হোক বা স্থানীয় পাড়া-মহল্লায় তেরঙ্গা উত্তোলন প্রত্যক্ষ করা আমাদের হৃদয়কে শিহরিত করে।"

১৪০ কোটিরও বেশি ভারতবাসীর সঙ্গে আমাদের এই মহান জাতির অংশ হওয়ার আনন্দের বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু বলেছেন, "আমরা যেমন আমাদের পরিবারের সাথে বিভিন্ন উৎসব উদযাপন করি, তেমনই আমরা আমাদের স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস আমাদের পরিবারের সাথে উদযাপন করি।" তিনি আরও বলেন, "১৫-ই আগস্ট দেশের সমস্ত প্রান্তে এবং বিদেশে, ভারতীয়রা পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, দেশাত্মবোধক গান গায় এবং মিষ্টি বিতরণ করে। ছোট ছোট ছেলে-মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যখন আমরা তাঁদের আমাদের মহান জাতি এবং এর নাগরিক হওয়ার বিশেষ সুবিধার কথা বলতে শুনি, তখন আমরা তাদের কথায় আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের কথার প্রতিধ্বনি দেখতে পাই।"