Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে: বাংলাদেশের প্রধান বিচারপতি


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৩১ এএম

বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে: বাংলাদেশের প্রধান বিচারপতি

ঢাকা, ১৪ অগাস্ট: বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে। মন্তব্য করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কোনও বিচ্যুতি ঘটে থাকলে তা ঠিক করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটি ও সদস্যরা সৌজন্য সাক্ষাত করতে গিয়ে প্রধান বিচারপতি বলেন, 'আমরা রাষ্ট্রের অনির্বাচিত অঙ্গ। তাই আমি মনে করি, সব ক্ষেত্রে জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা থাকাটা জরুরি।' সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিসংশন বা অপসারণের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, এ বিষয়ে আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলা এখনও রিভিউ শুনানির অপেক্ষায় রয়েছে। এটা নিষ্পত্তি হলে সব কিছু সুরাহা হবে। আগামী রবিবার থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে বলেও সাংবাদিকদের জানান প্রধান বিচারপতি।