Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা, বাড়তি নজরদারি পুলিশের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৯ এএম

৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা, বাড়তি নজরদারি পুলিশের

পুবের কলম প্রতিবেদকঃ ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাড়তি সর্তকতার পাশাপাশি আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ

স্বাধীনতা দিবসে  নাশকতার সম্ভাবনার কথা মাথায় রেখে শহরের বিভিন্ন হোটেল, শপিং মল, রেল স্টেশন, কলকাতা বিমানবন্দর ছাড়াও জনবহুল এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ

 শহরের নিরাপত্তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে বুধবার সন্ধ্যার পর থেকেই রাস্তায় নেমেছে  সাড়ে হাজার পুলিশ শহরে প্রবেশ এবং শহর থেকে বেরনোর জন্য ২১ টি পয়েন্ট সহ মোট ১০৩ টি স্থানে চালানো হচ্ছে জোরদার নাকা তল্লাশি

 

অন্যদিকে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রেড রোড জুড়ে করা হয়েছে ১৩ টি জোন তৈরি করা হয়েছে ওই জোনগুলির আওতায় থাকছে ৮৬ টি সেক্টর

শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার সতেরো জন পুলিশ অফিসার

 

ট্রাফিকের  নিয়ন্ত্রণের পাশাপাশি ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, ৯০ জন ইনসপেক্টর ছাড়াও সাদা পোশাকে ৩০০ কনস্টেবল মোতায়েন করা হয়েছে  শহরের বিভিন্ন পয়েন্টে  ধর্মতলা, ময়দান, রেড রোড সহ শহরের  গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে তৈরি করা হয়েছে এগারোটি স্যাণ্ড বাঙ্কার এবং ৬ টি নজরদারি টাওয়ার

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় সেদিকে নজর রেখেই বুধবার রাত দশটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ধর্মতলা ডাউন  র‍্যাম্প

ফার্লং গেট রোড থেকে রেড রোড পর্যন্ত বন্ধ থাকবে রাস্তা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে মেয়ো রোডে

এছাড়াও অনুষ্ঠান মঞ্চের আশেপাশে বেশ কয়েকটি রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল স্বাধীনতা দিবসে শহরে যে কোনও ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশ সহ একাধিক কমিশনারেটের পুলিশ কর্তারাও কড়া নজরদারি চালাচ্ছেন শহরতলির বিভিন্ন এলাকায়

কলকাতা মেট্রো রেল,কলকাতা,হাওড়া শিয়ালদা স্টেশনের পাশাপাশি বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে কলকাতা বিমানবন্দরেও