Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

জনসর্মন হারিয়ে পদত্যাগ করছেন জাপানি প্রধানমন্ত্রী


ইমামা খাতুন   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৬ এএম

জনসর্মন হারিয়ে  পদত্যাগ করছেন  জাপানি প্রধানমন্ত্রী

টোকিয়ো, ১৪ আগস্ট: জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফুমিও কিশিদা সেপ্টেম্বরে দলীয় নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসাবে পুনরায় নির্বাচন করবেন না বলে ঘোষণা করেছেন তিনি কিশিদা বলেন, ‘সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যা কিছু করা সম্ভব করব আমিকিশিদা জানান, এলডিপির নেতৃত্বে একজন নতুন মুখের সময় এসেছে এবং তিনি নয়া নেতৃত্বকে পুরোপুরি সমর্থন করবেন কিশিদার পদত্যাগের মাধ্যমে শেষ হবে তাঁর তিন বছরের শাসনকাল যেখানে মূল্যবৃদ্ধি রাজনৈতিক কেলেঙ্কারির কারণে সমালোচিত হয়েছেন তিনি বিভিন্ন কারণে বেশ কয়েকমাস ধরে কিশিদার প্রতি জনসমর্থন কমেছে ব্যাপকভাবে ২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন কিশিদা বছরের শাসনামলে তিনি দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি ছাড়াও করোনো মহামারি সামাল দিয়েছেন তবে তাঁর শাসনকালে জাপানে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে এছাড়া গত মাসে অপ্রত্যাশিতভাবে সুদের হার বাড়িয়েছে জাপানি কেন্দ্রীয় ব্যাঙ্ক এতে শেয়ারবাজারে অস্থিতিশীলতা ছাড়াও জাপানি মুদ্রা ইয়েনের দরপতন হয়েছে বর্তমানে ফুমিও কিশিদার জনসমর্থন ১৫ দশমিক শতাংশে এসে ঠেকেছে, যা ২০১২ সালের শেষে এলডিপি পুনরায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর সর্বনিম্ন জনসমর্থনে ব্যাপক ধ্বস দেখেই কিশিদা নির্বাচন করবেন না বলে মনে করছেন বিশ্লেষকরা