Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

আরজি কর কাণ্ডে আজ প্রতিবাদ মিছিল মহিলাদের, সজাগ সমস্ত থানা, দুটি বিশেষ ট্রেন চালাবে মেট্রো


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৫ এএম

আরজি কর কাণ্ডে আজ প্রতিবাদ মিছিল মহিলাদের, সজাগ সমস্ত থানা, দুটি বিশেষ ট্রেন চালাবে মেট্রো


পুবের কলম, ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তপ্ত রাজ্য। আজ রাতে কলকাতার রাস্তায় নামছেন মহিলারা। বহু জায়গায় এই পদযাত্রার সেন্টার পয়েন্ট তৈরি করা হয়েছে। মহিলারা যাতে নির্বিঘ্নে এই মিছিল করতে পারে তার জন্য সজাগ পুলিশ প্রশাসন। আজ রাত ভোর রাস্তায় থাকতে হবে রাজ্যের সমস্ত থানা, ব্যারাক ও পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সের সব পুলিশ কর্মীদের, কড়া নির্দেশ রাজ্য পুলিশের ডিজির। সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনার কে সতর্ক করা হয়েছে এই বিষয়ে। যেকোনো ধরনের প্ররোচনা দেওয়া হোক না কেন,  প্ররোচনায় কোনো রকম পা না দিয়ে পুলিশকে সংযম ও সহনশীলতা রাখতে নির্দেশ দিয়েছেন স্বয়ং ডিজি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎক্ষণাৎ জানাতে হবে নবান্নের বিশেষ কন্ট্রোলরুমে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশ ছাড়া কোন পদক্ষেপ নিতে পারবেন না থানাগুলি।
অন্যদিকে এদিন রাতে মেট্রোরেল কর্তৃপক্ষ দুটো বিশেষ মেট্রো চালাবে। পাশাপাশি রাত ১০:৪০ পর্যন্ত সব টিকিট কাউন্টার খোলা থাকবে সাধারণ মানুষের জন্য এমনটাই জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক চক্রবর্তী।