Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

বীরভূমে বেসরকারি উদ্যোগে কমিউনিটি এফএম রেডিও স্টেশন চালু হতে চলেছে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৩ পিএম

বীরভূমে বেসরকারি উদ্যোগে কমিউনিটি  এফএম রেডিও স্টেশন চালু হতে চলেছে

কৌশিক সালুই বীরভূম:-  বেসরকারি উদ্যোগে কমিউনিটি এফএম রেডিও স্টেশন চালু হতে চলেছে বীরভূম। স্বাধীনতা দিবসের দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে জেলাশাসক বিধান রায়ের হাত দিয়ে। উদ্যোক্তা সূত্রে জানা গিয়েছে সরকারি প্রকল্পের সুবিধার প্রচার, দৈনন্দিন জীবনে অত্যন্ত এলাকার মানুষজনদের অভাব অভিযোগ পাশাপাশি শিক্ষা বিষয়ক প্রচার নিয়ে বীরভূম জেলার সিউড়ি শহরে কমিউনিটি এফএম রেডিও স্টেশন শুরু হতে চলেছে।  90.4 তরঙ্গে এর প্রচার করা হবে পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও পাওয়া যাবে। এই মোবাইল অ্যাপ্লিকেশন এ বিশেষ সুবিধা হল অডিও ভিজুয়াল প্রচার করা হবে।

বীরভূম জেলায় একমাত্র প্রসার ভারতীর শান্তিনিকেতন এফএম রেডিও স্টেশন আছে। তারপরে বেসরকারি উদ্যোগে জেলায় এই প্রথম কমিউনিটি এফএম রেডিও স্টেশন চালু হতে চলেছে। জেলার অন্যতম বিশিষ্ট ব্যক্তি ও উদ্যোগপতি রাইহান উল হকের ব্যবস্থাপনায় এই কর্মকাণ্ড সফলভাবে হয়েছে। রাইহান উল হক বলেন," করোনা পূর্ববর্তী সময় থেকেই এই বিষয়ে আমরা উদ্যোগী হয়েছিলাম।

কেন্দ্র সরকারের ছাড়পত্র পেয়ে অবশেষে আমরা কমিউনিটি এফএম রেডিও স্টেশন চালু করতে চলেছি। যেখানে শুধুমাত্র বিনোদনের জন্য নয় সরকারি প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষজনদের নানাবিধ দুর্দশার কাহিনী এবং শিক্ষাব্যবস্থার নানাবিধ সুবিধা নিয়ে আমাদের এই কমিউনিটি এফএম রেডিও করা হচ্ছে"।