Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

'প্রমাণ নষ্টের চেষ্টা চলছে', আরজি কর কাণ্ডে বাংলার সরকারকে আক্রমণ বিজেপির


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৯ এএম

'প্রমাণ নষ্টের চেষ্টা চলছে', আরজি কর কাণ্ডে বাংলার সরকারকে আক্রমণ বিজেপির

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যায় বিচার নয় বরং অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে সরকার, আরজি কর কাণ্ডে বাংলার সরকারকে আক্রমণ করল বিজেপি। মহিলা চিকিৎসককে নৃশংস ভাবে খুনের ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক তিনি বলেন, "যেখানে অপরাধ হয়েছিল ঠিক তার পাশেই নির্মাণ সংস্কারের কাজ চালানো হচ্ছে। ওটা নির্মাণ নয়, আসলে প্রমাণ নষ্টের চেষ্টা চলছে।" তাঁর কথায়, "যে ঘটনা ঘটেছে তাতে স্পষ্ট যে গণধর্ষণ হয়েছে। অথচ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করছে। লোক দেখাতে একজনকে গ্রেফতার করে বাকিদের আড়াল করা হচ্ছে। কিন্তু এটা স্পষ্ট যে গোটা ঘটনায় আরও একাধিক জন যুক্ত রয়েছে।”


গৌরব বলেন, "এই ধরনের ঘটনার পর পুলিশের প্রথম যে কাজ ছিল তা হল এফআইআর করা অথচ তা না করে অস্বাভাবিক মৃত্যু বলে চালানোর চেষ্টা হয়। এবং প্রমাণ নষ্টের চেষ্টা চলে।” ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন  তুলে বিজেপি মুখপাত্র বলেছেন, “এই নৃশংস ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে উচিত ছিল সাসপেন্ড করা, তা না করে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হয়। অর্থাৎ পুরস্কৃত করা হয়।”