Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

প্রাক স্বাধীনতা পর্বে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, জঙ্গিদের হাতে নিহত সেনা প্রধান সহ আরও ১


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৪ এএম

প্রাক স্বাধীনতা পর্বে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, জঙ্গিদের হাতে নিহত সেনা প্রধান সহ আরও ১

 

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাক স্বাধীনতা পর্বে ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর। জঙ্গিদের হাতে নিহত সেনা প্রধান। ডোডার আসার এলাকায় এনকাউন্টার চলাকালীন নিহত হন সেনা আধিকারিক দীপক সিং। আহত হয়েছেন আরও এক নাগরিক। জানা গেছে, এনকাউন্টারে জখম হয়েছে এক জঙ্গি। উপত্যকায় এখনও জঙ্গি অভিযান জারি আছে। সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের ডোডা জেলার আসার এলাকায় জঙ্গি ধরতে অভিযান শুরু হয়। মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর মিলেছিল, ডোডার শিবগড়-আসার বেল্টে, জঙ্গলে লুকিয়ে রয়েছে চার জঙ্গি। যুগ্ম অভিযান শুরু হয়।

বুধবার ভোর থেকে শুরু হওয়া অভিযানে শুরু হয়। নিরাপত্তা বাহিনী একটি  একটি এম-৪ অ্যাসাল্ট রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, উদ্ধার হওয়া রাইফেলটি আমেরিকায় তৈরি করা হয়েছে। এছাড়া চারটি রক্তাক্ত রুকস্যাক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে অনেক নথিপত্র মিলেছে।

এদিকে এই ঘটনায় উদ্বেগে কেন্দ্র সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক বসেছেন।

প্রসঙ্গত, সম্প্রতিই জম্মু-কাশ্মীরের দক্ষিণ অঞ্চলে, মূলত পীর পাঞ্জাল রেঞ্জে জঙ্গি গতিবিধি বৃদ্ধি পেয়েছে।