Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

জাতীয় পতাকা নিয়ে ২১ চাকার বাহনে জিয়াগঞ্জ শহর পরিক্রমা, শুরু প্রস্তুতি


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০১ পিএম

জাতীয় পতাকা নিয়ে ২১ চাকার বাহনে জিয়াগঞ্জ শহর পরিক্রমা,  শুরু প্রস্তুতি

 

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ: স্বাধীনতা দিবসে ২১ চাকার বাহনে করে ৮০ ফুট লম্বা ও ৯ ফুট চওড়া জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হবে। জিয়াগঞ্জের এক কম্পিউটার প্রশিক্ষণ সংস্থার পক্ষ থেকে প্রতিবছর স্বাধীনতা দিবসে বিশেষ আকর্ষণ লক্ষ্য করা যায়। ২০১৬ এবং ২০১৭ সালে সাইকেল যাত্রা, ২০১৮ সালে ৪০০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা, ২০১৯ সালের ৫০০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা, ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা, ২০২৩ সালে ৮০০ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে পদযাত্রা করা হয়। এবছর ২১ চাকার বাহনের মাধ্যমে ৮০ ফুট লম্বা ও ৯ ফুট চওড়া জাতীয় পতাকা নিয়ে জিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হবে। মোট ৩৬ জন ছাত্র-ছাত্রী সেই বাহন পরিচালনা করবে। অন্যদিকে ২৫০ জন ছাত্রছাত্রীর হাতে থাকবে বড়ো মাপের জাতীয় পতাকা।