Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্ত করা উচিত, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২২ এএম

মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্ত করা  উচিত, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ১৩ আগস্ট: যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দেশের কেন্দ্রীয় শিক্ষা বিভাগকে বিলুপ্ত করার আগ্রহ প্রকাশ করেছেন। ধনকুবের এলন মাস্কের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা জানান। ট্রাম্পের মতে, শিক্ষা বিভাগ বিলুপ্ত হলে খরচ অর্ধেক কমবে এবং শিক্ষার নিয়ন্ত্রণ অঙ্গরাজ্যগুলোর হাতে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। ট্রাম্পের কথায়, ‘যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা বিশ্বজুড়ে তাদের সমবয়সী শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে পড়ছে। শিক্ষা বিভাগকে বিলুপ্ত করা হলে অনেক সুবিধা পাওয়া যাবে। এতে শিক্ষা খাতে খরচ অর্ধেক কমবে।’ সাক্ষাৎকারে ট্রাম্প তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও সমালোচনা করেন। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, যদি বাইডেন সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তির বিষয়টি আটকাতে পারতেন, তবে এই রক্তক্ষয়ী সংঘাত হত না। ইউক্রেন যুদ্ধ নিয়ে তাঁর সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের কথা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। বলেন, ‘ইউক্রেন নিয়ে আমরা কথা বলেছিলাম। আমি তাঁকে বলেছিলাম এটা করবেন না।’ পুতিন তাঁকে শ্রদ্ধা করেন বলে সাক্ষাৎকারে দাবি ট্রাম্পের। সাক্ষাৎকারে পুতিন, চিনা প্রেসিডেন্ট জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনেরও প্রশংসা করেন ট্রাম্প। তাঁর কথায়, ‘এই নেতারা দেশকে ভালবাসেন। তবে তাদের ভালবাসার ধরন একটু আলাদা।’ একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, ‘পুতিন, শি এবং কিমকে সামলাতে আমেরিকার এক জন শক্তিশালী প্রেসিডেন্টকে প্রয়োজন।’