Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

জনবহুল দেশের তকমা, ২০৩৬ সালে ভারতের জনসংখ্যা পৌঁছবে ১৫২ কোটিতে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪০ পিএম

জনবহুল দেশের তকমা, ২০৩৬ সালে ভারতের জনসংখ্যা পৌঁছবে ১৫২ কোটিতে

নয়াদিল্লি, ১৩ আগস্ট: মূল্যবৃদ্ধি ও সমানতালে বেড়ে চলা বেকারত্বের মধ্যই ভারতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে এক চাঞ্চল্যকর রিপোর্ট পেশ হল। সরকারি সেই রিপোর্ট অনুযায়ী ২০৩৬ সালের মধ্যে জনসংখ্যা ১৫২ কোটিতে পৌঁছবে। প্রতিবেদন অনুযায়ী সংখ্যা দাঁড়াবে ১৫২ কোটি ২ লক্ষ। জনশুমারি অনুযায়ী লিঙ্গ ভিত্তিক অর্থাৎ প্রতি হাজার পুরুষ পিছু মহিলার সংখ্যা ছিল ৯৪৩। ২০৩৬ সালে অনুপাতের হিসেবে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০৩৬ সালে ১০০০ পুরুষ পিছু মহিলার সংখ্যা দাঁড়াতে পারে ৯৫২। অনুপাত ১০০০: ৯৫২। ২০১১ সালের ফেব্রয়ারি মাসের জনশুমারি অনুয়ায়ী, জনসংখ্যা ছিল ১২১,০৮,৫৪,৯৭৭।  

সোমবার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (মিনিস্ট্র অফ স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগাম ইমপ্লিমেনটেশন-এমওএসপিআই)তরফে প্রকাশিত 'ওমেন অ্যান্ড মেন ইন ইন্ডিয়া ২০২৩' রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, ২০৩৬ সালে ভারতে মোট জনসংখ্যার মহিলার সংখ্যা ২০১১ সালের তুলনায় বাড়তে পারে। ২০১১ সালে প্রতি ১০০০ পুরুষ পিছু মহিলার সংখ্যা ছিল ৯৪৩। ২০৩৬ সালে মধ্যে প্রতি ১০০০ পুরুষ পিছু মহিলার সংখ্যা ৯৫২-তে যেতে পারে। তবে ২০৩৬ সালে মহিলা-পুরুষের মধ্যে বৈষম্য দূর করা হবে আশা। শতাংশের নিরিখে ২০১১ সালের মহিলা জনসংখ্যা ছিল ৪৮.৫, কিছুটা বেড়ে তা ৪৮.৮ শতাংশে পৌঁছতে পারে। ২০১১ সাল থেকে ২০৩৬ সালের মধ্যে জন্মহার কমার সম্ভাবনা রয়েছে, কমতে পারে ১৫ বছরের কম বয়সীদের সংখ্যার অনুপাত। পাশাপাশি ২৫ বছরে ৬০ বছর বা বা তার বেশি বয়সীদের অনুপাত বৃদ্ধি পাবে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ২০ থেকে ২৪ বছর বয়সি মহিলাদের প্রজনন হার ছিল ১৩৫.৪। ২০২০ সালে সেটা কমে দাঁড়িয়েছে ১১৩.৬। ২০১৬ সালে ২৫ থেকে ২৯ বছর বয়সী মহিলাদের প্রজনন হার ছিল ১৬৬.০, ২০২০ সালে তা কমে দাঁড়িয়েছে ১৩৯.৬। ৩৫ থেকে ৩৯ বছর বয়সী মহিলারা যেখানে আগে গড়ে ৩২.৭ বছর বয়সে সন্তান জন্ম দিতেন, তা এই সময়কালে বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬ বছর। গত বছরের এপ্রিলে রাষ্ট্রসংঘ বলেছিল যে চিন শীঘ্রই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা ছেড়ে বেরিয়ে আসবে। আর সেখানে এই মাসের শেষ নাগাদ ভারতের জনসংখ্যা ১,৪২৫,৭৭৫,৮৫০ জনে পৌঁছে যাবে, প্রায় চিনের জনসংখ্যার কাছাকাছি চলে আসবে ভারত পরে এই জনসংখ্যা ছাড়িয়ে যাবে। 'দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২৪' রিপোর্টে উল্লেখ করেছে যে, ভারতের জনসংখ্যা '২০৬০ এর দশকের শুরুতে প্রায় ১৭০ কোটিতে পৌঁছে যাবে, তার পর ১২ শতাংশ হ্রাস পাবে। শতাব্দীর অন্যতম বিশ্বের জনবহুল দেশের তকমা পাবে ভারত।