Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কেনিয়ায় আদানিকে বিমানবন্দর দেয়া নিয়ে ধর্মঘটের ডাক


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫০ এএম

কেনিয়ায় আদানিকে বিমানবন্দর দেয়া নিয়ে ধর্মঘটের ডাক

নাইরোবি, ১৩ আগস্ট: কেনিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর জোমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিকাশ ও উন্নয়নের জন্য দেশটির সরকার ও আদানি এয়ারপোর্টস হোল্ডিংসের মধ্যে একটি চুক্তির পরিকল্পনা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন নাইজেরিয়ার বিমানবন্দরের কর্মচারী ইউনিয়ন। কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, আদানি এয়ারপোর্টস হোল্ডিংসের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে কেনিয়ার বাইরে থেকে কর্মীদের নিয়ে আসা হবে এবং এতে কেনিয়ায় অনেকের চাকরি হারিয়ে যাবে। তাই তারা ৭দিনের নোটিশ দিয়ে ধর্মঘট শুরু করেছে। ইউনিয়নের দাবি, সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। ইউনিয়ন কর্মীরা মনে করছে, সরকার জেকেআইএ বিমানবন্দরকে বেআইনিভাবে বেচে দিতে চাইছে। এদিকে সরকার জানিয়েছে, কেনিয়ার এয়ারপোর্ট বেচে দেওয়া হচ্ছে না। প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরের উন্নয়নের কাজের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেনিয়ার ইউনিয়নের সাধারণ সম্পাদক মস ডিয়েমা বলেছেন, ‘আদানির সঙ্গে চুক্তি পুরোপুরি বাতিল করতে হবে।’ তাঁর দাবি, ‘কেনিয়া এয়ারপোর্টস অথরিটির পুরো বোর্ডকে ইস্তফা দিতে হবে।' এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, ধর্মঘটের নোটিশ তারা পেয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া যাবে বলে তারা আশাবাদী। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ ও যাত্রীদের ব্যবহারের জন্য টার্মিনাল উন্নয়নের কথা আছে আদানি গোষ্ঠীর। আদানির প্রস্তাব নিয়ে নাইজেরীয় সরকার বলেছে, জেকেআইএ বিমানবন্দরে বছরে ৭৫ লক্ষ যাত্রী যাতায়াত করতে পারেন। কিন্তু এখন যাত্রীসংখ্যা বাড়ায় জরুরি ভিত্তিতে পরিকাঠামোর উন্নয়ন দরকার। উপর থেকে পানি পড়ার মতো ঘটনায় অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। বলা হয়েছে, জেকেআইএ-র আধুনিকীকরণের জন্য ২০০ কোটি ডলার চাই। বর্তমান আর্থিক অবস্থায় যা দেওয়া সরকারের পক্ষে কঠিন। সরকার জানিয়েছে, আদানির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। যদি কোনও চুক্তি করা হয়, তা হলে দেশের স্বার্থ বজায় রেখেই তা করা হবে।