Tue, October 1, 2024

ই-পেপার দেখুন
logo

হজের আবেদন শুরু, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত


ইমামা খাতুন   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৫:৫৩ এএম

হজের আবেদন শুরু, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

 

 

পুবের কলম প্রতিবেদক ২০২৫ সালের হজের   আবেদন শুরু হয়েছে ১৩ আগস্ট থেকে।  চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় হজ  কমিটি মঙ্গলবার এক বিবৃতি জারি করে একথা জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে আবেদনকারীরা কেন্দ্রীয় হজ কমিটির ওয়েব সাইট https://hajcommittee.gov.in - আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে পারবেন।

 

 

অনলাইনেও আবেদন করা যাবে। এছাড়া অ্যান্ড্রোয়েড মোবাইল এবং আইফোনে 'HAJ SUVIDHA' অ্যাপ ডাউনলোড করে  আবেদন করা যাবে। কেন্দ্রীয় হজ কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যাঁরা হজের আবেদন করবেন তাঁদের আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত হতে হবে।

 

পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সূত্রে জানানো হয়েছে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় ডোমা অফিসে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। যাঁরা ২০২৫ সালের জন্য হজের আবেদন করবেন স্থানীয় সংখ্যালঘু অফিস কিংবা রাজ্য হজ কমিটির দফতরে সরাসরি যোগাযোগ করতে পারেন।

রাজ্য হজ কমিটি সমস্ত রকম সুবিধা দেওয়া জন্য প্রস্তুত রয়েছে। রাজ্য হজ কমিটি হজযাত্রী বাড়ানোর লক্ষে বিভিন্ন জেলায় নানা কর্মসূচী নেবে বলে আগে জানিয়ে ছিল।

এবার হজের আবেদন শুরু হওয়ায় সেই কর্মসূচি বাস্তবায়িত করতে জেলা সফরে বাড় হবে রাজ হজ কমিটির আধিকারিক থেকে চেয়ারম্যান এবং সদস্যরা।