Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

ওড়িশায় গিয়ে চরম সমস্যায় পরিযায়ী শ্রমিকরা, ফিরছেন বাংলায়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫২ পিএম

ওড়িশায় গিয়ে চরম সমস্যায় পরিযায়ী শ্রমিকরা, ফিরছেন বাংলায়

আইভি আদক, হাওড়া:  কাজের সূত্রে ওড়িশায় গিয়ে গত কয়েকদিন ধরেই চরম সমস্যায় বাংলার পরিযায়ী শ্রমিকরা। ওড়িশার কয়েকটি জেলায় কাজে গিয়ে এরা হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এরাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অনেকেই ফিরে আসছেন বাংলায়। মঙ্গলবারও দুপুরে ওড়িশা থেকে দলে দলে ফিরেছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। ২০ বছর থেকে ২৫ বছরের শ্রমিকরা ওড়িশায় তাঁদের জীবিকাস্থল থেকে রাজ্যে ফিরে আসছেন। হাওড়া স্টেশনে এসে এদিন ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

এদিন হাওড়া স্টেশনে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ বাসে তাঁদের শিয়ালদহে যাওয়ার বন্দোবস্ত করা হয় হাওড়া সিটি পুলিশের তরফ থেকে।