Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ডিজিটালাইজেশন পদ্ধতির নিয়ে উচ্চস্তরীয় কর্মশালা বীরভূমে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫১ পিএম

ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থার ডিজিটালাইজেশন পদ্ধতির নিয়ে উচ্চস্তরীয় কর্মশালা বীরভূমে

কৌশিক সালুই, বীরভূম:- ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থায় দুর্নীতি মুক্ত স্বচ্ছ এবং দীর্ঘসূত্রতাহীন কাজকর্ম করার লক্ষ্যে ডিজিটালাইজেশন করার প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার বীরভূমের সিউড়িতে এ বিষয়ে এক উচ্চস্তরিও কর্মশালা হল।

উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি ফয়েজুল হক কাজল, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ কৌশিক সিনহা সহ রাজ্য ও জেলা স্থানীয় আধিকারিকগণ। এছাড়াও ২৫ টি ব্লকের জয়েন ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলার ১৬৭ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য আধিকারিকগণ।

 জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ২০২২ সালে Smart Panchayat Initiatives" কর্মসূচি শুরু হয়েছে। যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় সমস্ত কর্মী ও আধিকারিকেরা তাদের কাজকর্ম সূচর ও নতুন ভাবে করতে পারে। সশরীরে গ্রাম পঞ্চায়েতে উপস্থিত না থেকেও গ্রামের নাগরিকেরা অনলাইন পরিষেবা পাবেন এখন থেকে এই প্রকল্পের আওতায়। ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থায় সমস্ত প্রকল্প, যে কোন উন্নয়নমূলক কাজের স্কিম এবং তাদের দৈনন্দিন কাজকর্ম ডিজিটাল প্লাটফর্মের আওতায় আনা হয়েছে।

বিগত দুই বছর ধরে এই প্রকল্পে বিভিন্ন ওয়েব পোর্টাল ওয়েব এপ্লিকেশন এবং মোবাইল অ্যাপ তৈরি করে এই পরিষেবার ডিজিটালাইজেশন করা হয়েছে। এবার থেকে গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের সাম্মানিক ভাতা তাদের একাউন্টে পেতে শুরু করেছেন।

বিগত দিনে এই পদ্ধতি ম্যানুয়াল থাকার কারণে চার মাস পাঁচ মাস অন্তর তাদের সাম্মানিক ভাতা পেতেন। যা এখন নিয়মিত হয়েছে। যেকোনো ধরনের শংসাপত্র, বাড়ি তৈরির অনুমোদন, ব্যবসা-বাণিজ্যের নো অবজেকশন সার্টিফিকেট এই ডিজিটালেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে।

যাতে উপযুক্তরা নির্ঝঞ্ঝাট ভাবে খুব সহজেই পেয়ে যান তাদের প্রয়োজনীয় কাগজপত্র। এথি স্টোরিয়া পঞ্চায়েতে রাজ সিস্টেমে এই ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে তাদের যেকোনো তথ্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয় যেখান থেকে যে কেউ সংশ্লিষ্ট তথ্য খুব সহজেই পেয়ে যান।

ফলে যেকোনো ধরনের উন্নয়নমূলক কাজকর্মের হাল হকিকত খুব সহজেই সাধারণ মানুষ পেয়ে যাবেন এবং দুর্নীতিমুক্ত করতে সহায়তা করবে এই পদ্ধতি। জেলাশাসক বিধান রায় বলেন," তিনি স্ত্রী পঞ্চায়েতিরাজ ব্যবস্থায় ডিজিটালাইজেশন করা হয়েছে। যেখান থেকে সাধারণ মানুষ খুব সহজেই পরিষেবা পাবেন এবং ওই ব্যবস্থার সমস্ত তথ্য একটি নির্দিষ্ট জায়গা থেকেই সবাই খুব সহজেই পেয়ে যাবেন"।