Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

'উনি কি এতই প্রভাবশালী',পদত্যাগের পরেই কিভাবে নিয়োগ'? আরজিকর কাণ্ডে হাইকোর্টে তীব্র ভর্ৎসিত সন্দীপ ঘোষ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫২ এএম

'উনি কি এতই প্রভাবশালী',পদত্যাগের পরেই কিভাবে নিয়োগ'? আরজিকর কাণ্ডে হাইকোর্টে তীব্র ভর্ৎসিত সন্দীপ ঘোষ

 

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজিকর কাণ্ডে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের প্রধান বিচারপতির। গতকালই আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করেন। তার কয়েকঘণ্টা যেতে না যেতেই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদে নিয়োগ করা হয়। মঙ্গলবার এই মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম তীব্র ধিক্কার জানিয়ে বলেন, সদ্য পদত্যাগ করা সুপার সন্দীপ ঘোষ কিভাবে তিনি আবার নিয়োগ পেতে পারে। বিকেল তিনটের মধ্যে সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদনে করতে বলুন। কেস ডায়েরি ফোন করুন। আদালতের চিকিৎসকদের আবেদনকে গুরুত্ব দিতে হবে। প্রধান বিচারপতি বলেন, সন্দীপ ঘোষকে কি এতই প্রভাবশালী? আপনার আচরণ তো অভিভাবকের মতো হওয়া উচিত ছিল।  

কলকাতা হাইকোর্টে উঠেছে আরজি কর কাণ্ডের মামলা। আজ, মঙ্গলবার, দুপুর তিনটের মধ্যেই রাজ্য সরকারের কাছে কেস ডায়েরি ও তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

একই সঙ্গে, এদিন আদালতে নির্দেশ দেওয়া হয়েছে, আরজি কর হাসাপাতাল থেকে সদ্য পদত্যাগ করা অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অনির্দিষ্ট কালের জন্য ছুটিতে পাঠাতে হবে। প্রধান বিচারপতি সরাসরি প্রশ্ন তোলেন, কী করে পদত্যাগ করার পরেই সঙ্গে সঙ্গে অন্যত্র অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন তিনি!এদিন প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন বাড়িতে বসে থাকবেন সন্দীপ ঘোষ। সেইসঙ্গে, চিকিৎসক-পড়ুয়ারা যে কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছেন, তাকেও সমর্থন করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।