Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কিশোরীর পেট থেকে বের হল দুকেজি চুল! তাজ্জব চিকিৎসকরাও


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৯ এএম

কিশোরীর পেট থেকে বের হল দুকেজি চুল! তাজ্জব  চিকিৎসকরাও

 

পুবের কলম প্রতিবেদক: কত লোকের কত যে মুদ্রাদোষ তার খোঁজ কে রাখে? কেউ দাঁত দিয়ে নখ কাটে। কেউ আবার পেন্সিল খায়! কিন্তু রোজ মুঠো করে মাথার চুল ছিঁড়ে সোজা মুখে চালান? এর পর গিলতে যতটা সময়! এমনটা বড় একটা শোনা যায় না। গত দশ বছর ধরে এই কাজটাই করেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের রীতা দাস।

রীতা ১৬ বছরের কিশোরী। আর পাঁচটা মেয়ের মতো স্কুলে যায়। লেখাপড়া করে। বন্ধুদের সঙ্গে গল্প করে। খেলে বেড়ায়। কিন্তু যেদিন থেকে বন্ধুরা জানল যে সে মাথার চুল খায়, এক এক করে সরে গেল।

গত ৩১ মে মেয়েকে নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো বিভাগের আউটডোরে হাজির রীতার বাবা-মা। আউটডোরের চিকিৎসককে জানানো হল, মেয়ের পেট ক্রমশ ফুলছে। বারবার বমি হচ্ছে। খাওয়ার পরিমাণ কমে গেছে। ডাক্তারবাবু দেখলেন। কয়েকটা ওষুধ দিলেন। নিয়ম করে খেতে বলে দশদিন পর ফের আসতে বললেন।

দিন দশেক পর মেয়েকে নিয়ে ফের আর জি কর হাসপাতালে। উপসর্গ কমার বদলে আরও বাড়ল। কেমন যেন সংশয় হল ডাক্তারবাবুর। এমনটা তো হওয়ার কথা নয়। এবার এন্ডোস্কোপি করা হল। রিপোর্ট হাতে পেয়ে চক্ষু চড়কগাছ। মেয়ের পেটের মধ্যে শক্ত রোমশ কিছু দলা পাকিয়ে আটকে আছে।

মেয়ের মায়ের সঙ্গে কথা বলে জানা গেল, গত দশ বছর ধরে মাথার চুল ছিঁড়ে খায়। আগে কম করত। যতদিন যাচ্ছে সমস্যা বাড়ছে। সব শুনে রীতাকে হাসপাতালের সার্জারি বিভাগে পাঠানো হল। ফের আরেক দফা পরীক্ষা।