Sat, September 21, 2024

ই-পেপার দেখুন
logo

টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:১৮ এএম

টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

 

 

পুবের কলম প্রতিবেদক: বাংলার পড়ুয়াদের সার্বিক শিক্ষার মানোন্নয়নে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর নিরলস ভাবে কাজ করে চলেছে  রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের পড়ুয়াদেরও উচ্চ শিক্ষার পাশাপাশি গবেষণা ক্ষেত্রেও দিশা দেখাচ্ছে রাজ্যের অন্যতম অগ্রনী বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টেকনো  ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়

সোমবার টেকনো ইণ্ডিয়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন  অনুষ্ঠিত হল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে  এদিনের সমাবর্তন অনুষ্ঠানে ২২ জন  গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেনএছারাও ৬০ জন পড়ুয়াকে স্বর্ণ পদক সহ প্রায় ৩০০০ জনেরও  বেশি ছাত্র-ছাত্রীকে শংসা পত্র প্রদান করা হয়

উল্লেখ্য, সোমবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এদিনের অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের  প্রাক্তন  রাষ্ট্রপতি  রামনাথ  কোবিন্দ  এদিন উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে সমাবর্তন ভাষণে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার মনীষীদের গুরুত্বপুর্ণ ভূমিকা ছিল

সমাবর্তণ ভাষণে প্রাক্তণ রাষ্ট্রপতি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজী সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুর অবদান তুলে ধরে বাংলার মেধাবী পড়ুয়াদের প্রশংসা করেনউচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি দেশের কৃষ্টি-সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিও শ্রদ্ধাশীল হওয়ার বার্তা দেনঅনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় সেনা, বায়ুসেনার কর্তারা 

এদিনের অনুষ্ঠানে গবেষক-পড়ুয়াদের পাশাপাশি আইআইটি  খড়্গপুর আইআইটি-র অধ্যাপক  ডঃ পার্থপ্রতীম চক্রবর্তীকে সাম্মানিক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়

রাজ্যের শিক্ষা প্রসারে অবদানের জন্য  বিশেষ আচার্য্য পদক তুলে দেওয়া হয়  পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের  সভাপতি ড. আবু তাহেরকে

অন্যদিকে ভারতীয়  সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত কবি গুলজারকে,সঙ্গীতে শঙ্কর মহাদেবনকে এবং ভারতীয় শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শাবানা  আজমি  সাম্মানিক ডিগ্রি প্রদান করা হয়  

এদিন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য  প্রফেসর . গৌতম রায় চৌধুরী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর ইতিবাচক প্রয়োগ নিয়ে বিশেষ বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের কো-চ্যান্সেলর

প্রফেসর মানষী  রায়চৌধুরী, মুখ্য পরিচালক  মেঘদূত রায় চৌধুরী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-আধিকারিক  এবং পড়ুয়ারা