Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

রাজস্থানে প্রবল বৃষ্টিতে দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৩ এএম

রাজস্থানে প্রবল বৃষ্টিতে দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

জয়পুর, ১২ অগাস্ট: রাজস্থানে প্রবল বৃষ্টি। দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় রাজ্যটির বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার থেকে রাজস্থানে অবিরাম বৃষ্টি শুরু হয়। জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তা প্লাবিত হয়েছে। এর জেরে সোমবার জয়পুর, জয়পুর রুরাল, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুর জেলায় স্কুল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এদিকে, সোমবার রাজ্যের কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

প্রশাসন জানিয়েছে, রাজ্যের জয়পুরে কানোটা বাঁধে ডুবে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া জয়পুর রুরালের মাশি নদীর বাঁধে দুই যুবকের মৃত্যু হয়েছে। আর মধুরাজপুরায় ড্রেনে পড়ে একজন এবং দুডুতে একজনের মৃত্যু হয়। এছাড়া বেওয়ারে পুকুরে ডুবে একজন এবং পাখরিয়াবাসের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যান অপর একজন। কেকরিতে গুলগাঁওয়ে পানিতে ভেসে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। করৌলিতে বাড়ির বিম ভেঙে এক ব্যক্তি এবং তার ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া বড়পুরা গ্রামে ১২ বছরের একটি মেয়ে পানিতে ভেসে গেছে। বাঁশওয়াড়ায় দৌসার একজন নার্সিং শিক্ষার্থী কাদেলিয়া জলপ্রপাতে ডুবে মারা গেছে।

এই পরিস্থিতিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডাকেন। এক্স-এ তিনি লেখেন, ‘রাজ্যে ভারি বৃষ্টিপাতের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আজ বৈঠক করেছি। অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সকল ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’