Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ময়ূরের মাংস রান্না করে খেয়ে ভিডিয়ো, গ্রেফতার তেলেঙ্গানার ইউটিউবার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৪ পিএম

ময়ূরের মাংস রান্না করে খেয়ে ভিডিয়ো, গ্রেফতার তেলেঙ্গানার ইউটিউবার

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ময়ূরের মাংস রান্না করে খেয়ে ভিডিয়ো করার অভিযোগে গ্রেফতার ইউটিউবার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই কোডম প্রণয় কুমার। তেলেঙ্গানার ঘটনা। প্রণয় তেলেঙ্গানার সিরসিল্লার বাসিন্দা। ভারতের জাতীয় পাখি ময়ূর। এই বিষয়টি নিয়ে তৈরি ভাইরাল ভিডিয়ো সরিয়ে নেন প্রণয়।
ভিডিওটি ভারতীয় বন অধিদফতরের নজরে এলে কর্মকর্তারা ময়ূরের মাংস রান্না করা স্থান পরিদর্শন করেন। কুমারের ভিডিওটির সত্যতা নির্ধারণ করে সংরক্ষিত প্রাণী হত্যার অভিযোগে কুমারকে গ্রেফতার করা হয়েছে। তবে তার রান্না করা মাংস ময়ূরের কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন বন কর্মকর্তারা।
কুমারকে গ্রেফতারের বিষয়ে সিরসিল্লার পুলিশ সুপার অখিল মহাজন বলেন, ইউটিউবার প্রণয় কুমারের বিরুদ্ধে রাজ্যের প্রচলিত ধারায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই ইউটিউবারের মতো অন্য কেউ যদি এ ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ ঘটনা ঘিরে তেলেঙ্গানা জুড়ে প্রতিবাদের ঝড়।
নেট যুগে মানুষ কোনও না কোনও ভাবে নিজের প্রচার পেতে চান। ফলে সমাজের ক্ষতিকারক প্রভাবের কথা চিন্তা না করেই তারা নানা ধরনের ভিডিয়ো আপ করতে থাকেন। ফলে ময়ূরের মাংস খাওয়ার ভিডিয়ো প্রচার একটি সস্তার জনপ্রিয়তা বলেই মনে করছে মানুষ।