Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সহায়তা দেবে বাইডেন


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৬ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা, ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সহায়তা দেবে বাইডেন

ওয়াশিংটন, ১১ অগাস্ট: মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ইসরাইলকে ৩৫০ কোটি ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন বিদেশমন্ত্রক। আলজাজিরার এক প্রতিবেদনে বলেছে, শুক্রবার (৯ আগস্ট) মার্কিন বিদেশমন্ত্রকের একাধিক আধিকারিক জানিয়েছে, ইসরাইলের সঙ্গে গাজার যুদ্ধ চলাকালীন সময় ইসরাইলের জন্য ৩৫০ কোটি ডলার বরাদ্দ করে মার্কিন কংগ্রেস। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরাইলের উত্তেজনা বাড়তে থাকায় মূলত এ সহায়তা করা হচ্ছে।

মার্কিন বিদেশমন্ত্রক বলেছে, চলতি বছরের এপ্রিলে ইসরাইলকে অস্ত্র কিনতে অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল পাস করেছিল কংগ্রেস। ওই বিলে ইসরাইলের জন্য ১৪ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের কথা বলা হয়। বিদেশি সামরিক অর্থায়ন কর্মসূচির মাধ্যমে এই অর্থ থেকে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলছে। ইসরাইল-গাজা যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের অন্যান্য দেশেও যুদ্ধ লাগার আশঙ্কায় রয়েছে। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ যুদ্ধে নিহত হয়েছে। এতে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।