Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

জঘন্য অপরাধের কোনও ক্ষমা নেই: আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন সৌরভ


Kibria Ansary   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৪ পিএম

জঘন্য অপরাধের কোনও ক্ষমা নেই: আরজি কর কাণ্ডে গর্জে উঠলেন সৌরভ

পুবের কলম, ওয়েবডেস্ক: আর জি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নৃশংস হত্যাকণ্ডকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করলেন তিনি। সৌরভ বলেছেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে ভারত এবং বাংলা মহিলাদের জন্য নিরাপদ। তা সত্ত্বেও এরকম কোনও ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে নিরাপত্তা আরও বাড়াতে হবে।” দোষীর বিরুদ্ধে কড়া পদক্ষেপের পক্ষেও সওয়াল করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। তাঁর কথায়, “গোটা সিস্টেম নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। এই ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। এই জঘন্য অপরাধের কোনও ক্ষমা হতে পারে না।”

তরুণীকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক সেমিনার হলে নিচু একটি খাটের মতো জায়গায় সংজ্ঞাহীন ও বিধ্বস্ত অবস্থায় দেখতে পাওয়া যায়৷ পুলিশ সূত্রে খবর, সেমিনার হল থেকে ব্লু টুথের ছেঁড়া তার সংগ্রহ করা হয়েছে । সেই তারের সূত্র ধরেই সঞ্জয়কে আটক করা হয়েছে। ঘটনার রাতে সঞ্জয়ের সঙ্গে আর অন্য কেউ সেমিনার হলে ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৩টে থেকে সকাল ৬টার মধ্যে ঘটনাটি ঘটেছে। তরুণী চিকিৎসকের গলার একটি হাড় ভাঙা। তাই মনে করা হচ্ছে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে। এছাড়া চোখ, গলায় রক্তের দাগ এবং যৌনাঙ্গে ক্ষতচিহ্নও রয়েছে।