Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ইলিশ রফতানিতে হুমকি বাংলাদেশের, দ্রুত সমস্যা সমাধানে আশাবাদি সৌরভ গাঙ্গুলি


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২১ এএম

ইলিশ রফতানিতে হুমকি বাংলাদেশের, দ্রুত সমস্যা সমাধানে আশাবাদি সৌরভ গাঙ্গুলি

 

পুবের কলম প্রতিবেদকঃ  এবার বাংলাদেশের অশান্তির আঁচ পড়ল ইলিশের রফতানিতে। প্রতি বছরই বর্ষার সময়ে বাংলাদেশের ইলিশের দিকে নজর থাকে বিত্তশালী থেকে সাধারণ মানুষের। কারণ বৃষ্টিমুখর দিনে পাতে এক টুকরো হলেও ইলিশ পাতে চাই মানুষের। এবার সেই ইলিশ রফতানি থমকে গেছে। কার্যত বাংলাদেশের টালমাটাল পরিস্থিতিতে এবার সরাসরি ইলিশ রফতানিতে না বলে দিল সেই দেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের মানুষের চাহিদা না মিটিয়ে ইলিশ মাছ রফতানি করা হবে না বলে, স্পষ্টভাবে জানিয়ে দিল অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

রবিবার সচিবালয়ের নিজ দফতরে যোগ দিয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, ইলিশের দাম যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটা রফতানির চাইতে আমাদের বেশি চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, সিন্ডিকেট বা চাঁদাবাজির কারণে যেন ডিম-দুধের দাম না বাড়ে, সেই লক্ষ্যেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

হাসিনা সরকারের আমলে ভারতে আসত ইলিশ মাছ। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশে মুহাম্মদ ইউনূসকে সামনে রেখে গড়ে উঠেছে অন্তর্বর্তীকালীন সরকার। 

এদিকে সামনেই দুর্গাপুজো। তাই সেই উৎসব মুখর দিনে পাতে ইলিশ পড়বে না তা মেনে নিতে পারছে না আমজনতা। ফলে উদ্ভূত পরিস্থিতিতে, এ বার দুর্গাপুজোয় ইলিশ আদৌ আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হতাশ হতে রাজি নন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের আশা, শীঘ্রই এ পার বাংলার মানুষ পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবে এবছরেও। রবিবার সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আশা করা যায় খুব দ্রুত বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা রাখি, খুব দ্রুত বাংলার মানুষ আবার পদ্মার ইলিশ পাবেন।'

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করেছে বাংলাদেশ। তবে বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর মুখে 'উপহার' হিসেবে এ দেশে ইলিশ পাঠিয়ে গেছে হাসিনা সরকার। কিন্তু বর্তমানে সেই ইলিশ পাওয়া নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।