Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৬ এএম

বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

ঢাকা, ১১ অগাস্ট: বাংলাদেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। ছাত্র আন্দোলনের জেরে সরকারের পদত্যাগের পর ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানও পদত্যাগ করেন। তারই স্থলাভিষিক্ত হলেন সৈয়দ রেফাত আহমেদ। রবিবার দুপুরে বঙ্গভবনে ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন তিনি।

এর আগে শনিবার সৈয়দ রেফাত আহমেদকে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আইন ও বিচার শাখার উপসচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। তাতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।