Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আইনশৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ, পুলিশ কর্মীদের দ্রুত কাজ যোগ দিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৩ এএম

আইনশৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ, পুলিশ কর্মীদের দ্রুত কাজ যোগ দিতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

ঢাকা, ১১ অগাস্ট: বাংলাদেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, কর্মস্থলে যোগ না দিলে তারা চাকরিতে ইচ্ছুক নন ধরে নেওয়া হবে। রবিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, ‘পুলিশের ফোর্স এখনও জয়েন করেনি। তাদের জন্য শেষ তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবারের মধ্যে কেউ না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে আসতে ইচ্ছুক নন। এ বিষয়ে আইজিপি, র‌্যাবের মহাপরিচালক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করেছি।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে, অহেতুক কেউ কারও গায়ে হাত তুলবেন না। বিচার করার প্রক্রিয়া আমরা করব। বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী, ছোট দোষী যে-ই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না।’ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য, ‘সরকারের পদত্যাগের পর গণভবন, সংসদ ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর লুটপাটের ঘটনা দুঃখজনক। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'