Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশের সহিংসতায় মার্কিন সহ বিদেশি শক্তিকে দায়ী করলেন হাসিনা


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৯ পিএম

বাংলাদেশের সহিংসতায় মার্কিন সহ বিদেশি শক্তিকে দায়ী করলেন হাসিনা

পুবের কলম, ওয়েবডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর অবশেষে নীরবতা ভাঙলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সহিংসতার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে অভিযোগ তুললেন তিনি। শেখ হাসিনা বলেছেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের কাছে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে ক্ষমতায় থাকতে পারতাম।’

শনিবার (১০ আগস্ট) দলের নেতাকর্মীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, ‘লাশের মিছিল যাতে দেখতে না হয়, সেজন্য আমি পদত্যাগ করেছি। তারা (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল; আমি তা হতে দেইনি। আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, দেশের আরও সম্পদ ধ্বংস হত।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘ ইনশাআল্লাহ, আমি শিগগির দেশে ফিরব।’ হাসিনার কথায়, পরাজয় হয়েছে আমার; কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশের জনগণ। আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম, আপনারা ছিলেন আমার শক্তি। আপনারা যখন আমাকে চাননি, তখন আমি নিজে থেকে সরে গেছি; পদত্যাগ করেছি। আমার যেসব কর্মী সেখানে আছেন, তারা কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবারই উঠে দাঁড়িয়েছে। এছাড়া, তার ভাষণ বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার কথা বিকৃত করে একটি মহল সুযোগ নিয়েছে।’

উল্লেখ্য, কয়েক সপ্তাহের কোটা সংস্কার আন্দোলন এবং এরপর বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সংকটের পেছনে ‘বিদেশি শক্তির হাত’ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়ার কয়েকদিনের মধ্যে ক্ষমতাচ্যুতির জন্য বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ সরকারের টানাপোড়েন চলছিল। চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এক ‘শ্বেতাঙ্গ’ ব্যক্তির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছেন। তাকে বলা হয়, বিমানঘাঁটি করতে দেয়ার বিনিময়ে তিনি সহজে ক্ষমতায় আসতে পারবেন। শেখ হাসিনা বিবৃতিতে নতুন অন্তর্বর্তী সরকারকে এ ধরনের বিদেশি শক্তির হাতে ‘ব্যবহার’ না হতে সতর্ক করেছেন।