Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ইমরান খানের দল পিটিআইকে দমন করা হয়েছে: অভিযোগ তুললেন মাহমুদ কুরেশি


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৮ এএম

ইমরান খানের দল পিটিআইকে দমন করা হয়েছে: অভিযোগ তুললেন মাহমুদ কুরেশি

ইসলামবাদ, ১১ অগাস্ট: ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে দমন করা হয়েছে বলে অভিযোগ তুললেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। একই সঙ্গে তিনি বলেছেন, দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ভূমিকাকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না পাকিস্তানে। শনিবার লাহোরের কোট লাখপত কারাগারে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপের সময় কোরেশি বলেন, ‘ইমরান খান একটি রাজনৈতিক বাস্তবতা। এই বাস্তবতাকে মেনে না নিলে আমাদের দেশ কখনও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারবে না।’

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘মাত্র এক বছরের মধ্যে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে। তিনি ৪০ বছর ধরে রাজনীতি করছেন কিন্তু গত ৩৯ বছরে তার বিরুদ্ধে একটিও মামলা হয়নি।’

উল্লেখ্য, গত বছরের ৯ মে একটি দুর্নীতির মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেফতার করার পর পাকিস্তানজুড়ে সহিংস প্রতিবাদ শুরু হয়। এ সময় সামরিক বাহিনীর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানোর অভিযোগে পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চলে। ইমরান খান, যিনি এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন।