Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দেহের বিভিন্ন জায়গায় একাধিক আঘাত! আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় ছাড়া আর কে, সূত্র খুঁজছে পুলিশ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১১ এএম

দেহের বিভিন্ন জায়গায় একাধিক আঘাত! আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় ছাড়া আর কে, সূত্র খুঁজছে পুলিশ

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর দেহে মিলেছে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। এখানেই খটকা লাগছে পুলিশের। একজনের পক্ষে দেহের বিভিন্ন জায়গায় কি একাধিক আঘাত করা সম্ভব! এখনও পর্যন্ত আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় সে দোষ স্বীকার করেছে, সেই সঙ্গে তার বক্তব্য, ফাঁসি দিলে দিন'।

পুলিশ সূত্রে খবর, পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ নেকব্যান্ডের ছেঁড়া তারের অংশ, তার সূত্র ধরেই সঞ্জয় রায়ের হদিশ পায় পুলিশ। টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে।

 

ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে মিলেছে যৌন নির্যাতনের চিহ্ন। গোপনাঙ্গের পাশাপাশি সারা শরীরে মিলেছে অসংখ্য আঘাতের চিহ্ন। সূত্র মারফত আরও খবর, 'সিসিটিভি-তে দেখা যায় গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমে ঢুকছে সঞ্জয়, ৩০ মিনিট পর সেমিনার রুম থেকে ইয়ার ফোন ছাড়াই বের হয় সে। অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ টেস্টের পরিকল্পনা তদন্তকারীদের। সেমিনার রুম অর্থাৎ ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক। সেই নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখার ভাবনা পুলিশের। কারণ ঘটনাস্থল থেকে চুল পাওয়া গিয়েছিল। নির্যাতিতার নখ থেকেও নমুনা সংগ্রহ হয়েছে। কারণ বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন নির্যাতিতা। কাজেই সেখান থেকেও উত্তর মিলতে পারে।