Tue, October 1, 2024

ই-পেপার দেখুন
logo

'কেন বছরের পর বছর ট্রায়াল হবে, কঠোর আইন আনা দরকার', আরজিকর কাণ্ডে বিস্ফোরক অভিষেক


Kibria Ansary   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৩:৫৬ এএম

'কেন বছরের পর বছর ট্রায়াল হবে, কঠোর আইন আনা দরকার', আরজিকর কাণ্ডে বিস্ফোরক অভিষেক

পুবের কলম, ওয়েবডেস্ক: খুনি ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত বলে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার, যেখানে সাত দিনের মধ্যে খুনি ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। দ্ব্যর্থহীন ভাষায় বলছি। কেন বছরের পর বছর ট্রায়াল চালাবেন মশাই? এক বছরে ৭৩ হাজার টাকা খরচ। পাঁচ বছর জেলে রাখলে সাড়ে ৩ লাখ টাকা খরচ। কেন?” অভিষেকের কথায়, যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক, নারকীয়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্য সরকারের অবস্থান জানিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতারও হয়েছে। তবে এই ধরনের ঘটনায় আইন করে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। কিন্তু দেশের আইন এমন চাইলেও আমরা কিছু করতে পারি না।”